Wellcome to National Portal
Main Comtent Skiped

Citizens' Charter

জাতীয় সঞ্চয় পরিদপ্তর বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের অভ্যমত্মরীণ সম্পদ বিভাগের একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান যার অধিনে জেলা সঞ্চয় অফিস কার্যক্রম পরিচালনা করে থাকে । এটি জাতীয় সঞ্চয় ব্যুরো নামেও পরিচিত। জনগনের কাছে জমা থাকা অলস অর্থ আকর্ষণীয় মুনাফার মাধ্যমে তথা সঞ্চয়পত্রের বিনিময়ে সংগ্রহ করে  তা সরকারী কোষাগারে জমা করা এবং বিনিয়োগকারীগণকে মুনাফা প্রদান করাই সঞ্চয় অফিসের প্রধান কাজ। অন্যভাবে বলা যায়, সঞ্চয়পত্র বিক্রয়, ভাঙ্গানো ও মুনাফা প্রদান করাই সঞ্চয় অফিসের মুল কাজ। জেলা সঞ্চয় অফিস/ব্যুরো, লালমনিরহাট নিমেণাক্ত সঞ্চয় প্রকল্পসমুহ এবং তৎসংক্রামত্ম সেবা কার্যক্রম পরিচালনা করে থাকেঃ  

 

(১) পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র ঃ

মেয়াদ ঃ ৫ বছর

মুনাফার হার ঃ ১৩.১৯%

যারা ক্রয় করতে পারবেন ঃ যে কোন বাংলাদেশী নাগরিক।

 

(২) তিনমাস অমত্মর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ঃ

মেয়াদ ঃ ৩ বছর

মুনাফার হার ঃ ১২.৫৯%

যারা ক্রয় করতে পারবেন ঃ যে কোন বাংলাদেশী নাগরিক।

প্রতি তিন মাস অমত্মর মুনাফা উত্তোলন করা যায়।

 

(৩) পেনশনার সঞ্চয়পত্রঃ

মেয়াদ ঃ ৫ বছর

মুনাফার হার ঃ ১৩.১৯%

প্রতি তিন মাস অমত্মর মুনাফা উত্তোলন করা যায়।

যারা ক্রয় করতে পারবেন ঃ অবসর প্রাপ্ত সরকারী, আধা-সরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা /

কর্মচারী এবং মৃতঃ চাকুরীজীবীর স্বামী/স্ত্রী/সমত্মান।

 

(৪) পরিবার সঞ্চয়পত্র ঃ

মেয়াদ ঃ ৫ বছর

মুনাফার হার ঃ ১৩.৪৫%

প্রতি মাসে মুনাফা উত্তোলন করা যায়।

যারা ক্রয় করতে পারবেনঃ ১৮ ও তদুর্ধব বয়সের যেকোন বাংলাদেশী মহিলা, যে কোন শারীরিক প্রতিবন্ধী পুরম্নষ ও মহিলা এবং ৬৫ ও  তদুর্ধব বয়সের যে কোন পুরম্নষ ।

 

উলেস্নখ্য, সকল সঞ্চয়পত্রের মুনাফা উপর ৫% হারে উৎসে কর প্রযোজ্য ।

 

অন্যান্য বৈশিষ্ট্যঃ

ক) নমিনী নিয়োগ করা যায় ।

খ) সঞ্চয়পত্র হারিয়ে গেলে, পুড়ে গেলে বা নষ্ট হলে ডুপিস্নকেট  সঞ্চয়পত্র ইস্যু করা যায় ।

গ) এক সঞ্চয় ব্যুরো হইতে অন্য সঞ্চয় ব্যুরোতে সঞ্চয়পত্র ট্রান্সফার করা যায় ।

 

সঞ্চয়পত্র ক্রয় করতে যা যা লাগেঃ

১) ক্রয়কারী ব্যক্তির ভোটার আই ডি কার্ড  অথবা পার্সপোর্ট অথবা জম্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি ।

২) ক্রয়কারীর ২ কপি পার্সপোর্ট সাইজের সত্যায়িত ছবি।

৩) নমিনী নিয়োগ করলে নমিনীর ২ কপি পার্সপোর্ট সাইজের ছবি।

৪) পেনশনার সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে অবসরপ্রাপ্ত চাকুরীজীবীর প্রাপ্ত আনুতোষিকের মঞ্জুরী পত্র অথবা পিএসসি ফরম-২ পুরণ পূর্বক পেনশন বইয়ের ফটোকপি।